প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের ৪৪৯তম শাখার উদ্বোধন

মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৪৯তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। এসময় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবীর উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুর রহমান।