প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাধবদীতে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে জসিম মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছে। রবিবার সকাল সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক জসিম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস ঢাকার অভিমুখে আর পিকআপটি ভৈরবের অভিমুখে যাচ্ছিলো। বাস ও পিকআপটি ঢাকা- সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকার পাকিজা মিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপের চালক জসিম মারা যায়। আর পিকআপের সহকারী আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সকালে ঘন কুয়াশা থাকার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। আমরা বাস ও পিকআপ জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।