প্রিন্ট করুন প্রিন্ট করুন

মানি লন্ডারিংয়ের অভিযোগে ডয়েচে ব্যাংকে তল্লাশি

শেয়ার বিজ ডেস্ক: মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে জার্মানির শীর্ষস্থানীয় ডয়েচে ব্যাংকের ছয় শাখায় তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেড় শতাংশ পুলিশ সদস্য, প্রসিকিউটর ও কর পরিদর্শক এতে অংশ নেন। ফ্রাঙ্কফুর্টের পাবলিক প্রসিকিউটর অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স, বিবিসি।
ব্যাংকটির দুজন কর্মী সন্ত্রাসী কাজে কয়েকজন গ্রাহককে অর্থ ব্যবহারের সুযোগ করে দিয়েছেÑএমন অভিযোগে তল্লাশি চালায় প্রসিকিউটর। অভিযানের সময় জার্মানির সর্ববৃহৎ ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া পুলিশ সদস্যদের আনাগোনাও চোখে পড়েছে।
প্রসিকিউটর অফিস জানিয়েছে, লিখিত ও বৈদ্যুতিক ব্যবসায়ী তথ্য-উপাত্ত ব্যাংকটি থেকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আরও ব্যাপক তদন্ত পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে। তল্লাশি চালানোর বিষয়টি ডয়েচে ব্যাংকের পক্ষ থেকে স্বীকার করে বলা হয়েছে, এ তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। এদিকে ডয়েচে ব্যাংকে তল্লাশি চালানোর খবরে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য গতকাল দুই দশমিক সাত শতাংশ কমে যায়।
পানামা পেপার্স কেলেঙ্কারির মাধ্যমে ফাঁস হওয়া তথ্যের আলোকে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে প্রসিকিউটর অফিস জানিয়েছে। ২০১৬ সালের এপ্রিলে পানামাভিত্তিক ল’ ফার্ম মোসাক ফনসেকার হাজার হাজার তথ্য-উপাত্ত ফাঁস হয়ে যায়। এর আলোকে সুইডেন ও জার্মানিরসহ বিশ্বের নামকরা কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে ইতোমধ্যে জরিমানাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে দেশগুলোর সরকার। এর আগে ২০১৭
সালেও মানি লন্ডারিংয়ের অভিযোগে জরিমানার মুখে পড়েছিল ডয়েচে ব্যাংক।