প্রিন্ট করুন প্রিন্ট করুন

মার্কেন্টাইল ব্যাংকের মৃত উদ্যোক্তার শেয়ার উত্তরাধিকারীকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. আব্দুল জলিলের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীকে হস্তান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো. আব্দুল জলিল ২০১৩ সালের ৬ মার্চ মৃত্যুবরণ করেন। ওই সময় তার কাছে কোম্পানির মোট এক কোটি ৬২ লাখ ৯৬ হাজার ৭২০টি শেয়ার ছিল। কোর্টের আদেশক্রমে ওই শেয়ার তার স্ত্রী রেহানা জলিলকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৫ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে চার দশমিক ০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৬ দশমিক ১০ শতাংশ শেয়ার।

ব্যাংক খাতের কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা।