প্রতিনিধি, কুষ্টিয়া : বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি এই রুটে চলাচলকারী কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, গতকাল শনিবার কুষ্টিয়ার এক বাস মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে মেহেরপুরের সব বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। তিনি আরও জানান, আশা করছি দ্রুত এর সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, মেহেরপুরের শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আজই আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।