প্রিন্ট করুন প্রিন্ট করুন

মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটেনি বলে জানা গেছে।

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপির শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোহাগ পরিবহনের বাসটি মৌচাকের দিকে থেকে এসে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসে কোনও যাত্রী ছিল না। বাসের চালক ও হেলপার সুস্থ আছেন।

রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, রাতে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওখানে আমাদের টিম কাজ করছে। বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হবে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বাসটি সরিয়ে নেওয়ার কাজ করছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন দোলন।

তিনি বলেন, সোহাগ পরিবহনের একটি বাস যশোরের বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। মালিবাগ, মৌচাক এলাকায় যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল বলে জানতে পেরেছি।