প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাশরাফির রেকর্ড গড়া বোলিংয়ে রূপগঞ্জের পাঁচে পাঁচ

ক্রীড়া প্রতিবেদক: নিজের তৃতীয় ওভারে প্রথম শিকার ধরলেন মাশরাফি বিন মুর্তজা। পরের তিন ওভারে নিলেন আরও তিনটি। তার ছোট রান আপের জেন্টল মিডিয়াম পেস খেলার কোনো উপায়ই যেন খুঁজে পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। রেকর্ড গড়া বোলিংয়ে প্রতিপক্ষকে একশর আগে গুঁড়িয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক তিনিই। ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল সোমবার ১০ উইকেটে জিতেছে রূপগঞ্জ। এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই জিতল তারা।

মোহামেডানকে স্রেফ ৮০ রানে গুটিয়ে রূপগঞ্জ লক্ষ্যে পৌঁছে যায় ৫০ বলে। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম জয়। ২০০২ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে চট্টগ্রাম বিভাগের ৩০ রান ৩৩ বলে পেরিয়ে গিয়েছিল সিলেট বিভাগ। রূপগঞ্জের জয়ের কারিগর মাশরাফি ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন তার। বিকেএসপিতে এদিন ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এ রেকর্ড গড়েন মাশরাফি। এতে পেছনে পড়ে যায় গত মার্চে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৩৭ বছর ২৫৮ দিন বয়সে মোহাম্মদ আশরাফুলের নেয়া ২৩ রানে ৫ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান শিবিরে প্রথম ওভারে ছোবল দেন চিরাগ জানি। শূন্য রানে ফেরান মাহিদুল ইসলামকে। আগ্রাসী ব্যাটিংয়ে ৮ চারে ২৬ বলে ৪১ রান করা সৌম্য সরকার কট বিহাইন্ড হন সোহাগ গাজীর স্পিনে। এরপর টানা চার ওভারে আঘাত হানেন মাশরাফি। মূলত তার বিধ্বংসী বোলিংয়ে পুরোপুরি দিক হারিয়ে ফেলে মোহামডোন। তার কাটার বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়ে স্টাম্প হারান ইমরুল কায়েস। বাইরের বল স্টাম্পে টেনে আনেন ভারতের অনুস্টুপ মজুমদার আর পয়েন্টে ক্যাচ তুলে দেন শুভাগত হন। ইনিংসের সপ্তদশ ওভারে লেগ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন এনামুল হক জুনিয়র। শুভাগতকে ফিরিয়ে দেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।

তার বিষাক্ত ছোবলের মাঝে মাহমুদউল্লাহকে দ্রুত বিদায় করেন নাঈম ইসলাম জুনিয়র। শর্ট থার্ডম্যানে ক্যাচ নিয়ে এ উইকেটেও অবদান রাখেন মাশরাফি। সৈয়দ খালেদ আহমেদকে ফিরিয়ে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয়ার পাশাপাশি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম পাঁচ উইকেট পূর্ণ করেন মাশরাফি। রান তাড়ায় শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগ দেন পারভেজ হোসেন। দ্রুত রান তোলেন মুনিম শাহরিয়ারও। তাদের অবিচ্ছিন্ন বিস্ফোরক উদ্বোধনী জুটিতে জয় তুলে নেয় রূপগঞ্জ। ১ ছক্কা ও ৪টি চারে ২৯ বলে ৩০ রান করেন মুনিম। চারটি করে ছক্কা-চারে ২১ বলে ৪৪ রান করেন পারভেজ।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২২.৪ ওভারে ৮০ (ইমরুল ১১, মাহিদুল ০, সৌম্য ৪১, অনুস্টুপ ৭, মাহমুদউল্লাহ ২, আরিফুল ৪, শুভাগত ৩, এনামুল জুনি. ০, খালেদ ৪, কামরুল ৬, নাজমুল ০*; চিরাগ ৪-০-২০-২, আল আমিন ২-০-১৪-০, সোহাগ ৩-১-১৬-১, মাশরাফি ৮.৪-৩-১৭-৫, নাঈম জুনি. ৫-১-১৩-২)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৮.২ ওভারে ৮৪/০ (মুনিম ৩০*, পারভেজ ৪৪*; নাজমুল ৩-০-১৯-০, খালেদ ১-০-১৫-০, এনামুল জুনি. ২-০-১৯-০, কামরুল ১.২-০-১৩-০, ইমরুল ১-০-১৮-০)।

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা।