শেয়ার বিজ ডেস্ক: শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর: ডেইলি মিরর।
সেনাকা পেরারা নামে এক আইনজীবী কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন। অবিলম্বে ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য সিআইডিকে নির্দেশ দিতে আদালতের প্রতি অনুরোধ জানান তিনি। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গোমেজ ১৭ মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি নেয়ার নির্দেশ দিয়েছেন।
আবেদনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন ও আইজিপি চন্দনা বিক্রমেরতেœকে বিবাদী করা করা হয়েছে। শ্রীলঙ্কার জনজীবন বিপর্যস্ত করে তুলেছে চরম অর্থনৈতিক সংকট। এ কারণে গত এপ্রিলের শুরু থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছেন সরকারবিরোধীরা। ক্ষমতাসীনদের সমর্থকরা সেই আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা দেয়ায় এবং তাদের ওপর আক্রমণ করায় পরিস্থিতি চলতি সপ্তাহে অগ্নিগর্ভ হয়। শুরু হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। পরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কা সরকার কভিড মহামারিজনিত ধাক্কাকে অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে থাকে। তবে এর উৎপত্তি হয়েছে ২০ বছরেরও বেশি সময় ধরে। বাজে অর্থনৈতিক সিদ্ধান্ত এই বিপর্যয় ডেকে এনেছে, যেমন অনেক বেশি ঋণ নেয়া কিংবা কর কমানো। দুই রাজাপক্ষে ভাইয়ের নেতৃত্বে সেই প্রাথমিক ভুলগুলোর সঙ্গে যোগ হয়েছে মহামারি ও সাম্প্রতিক তেলের দাম বৃদ্ধি।