নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের করপোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড বর্তমানে ব্যাংকটির ১ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৪১৯ শেয়ার ধারণ করছে। এই শেয়ারের মধ্য থেকে ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি হবে বলে জানা গেছে।
এদিকে সম্প্রতি কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৯ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা। ব্যাংক খাতের কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৯৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।