প্রতিনিধি, সিলেট : সিলেটের বিভিন্ন এলাকা খণ্ড খণ্ড থেকে মিছিল নিয়ে বিএনপির সমাবেশ স্থল আলিয়া মাদরাসা মাঠে অবস্থান নিতে শুরু করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে নানা স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসতে শুরু করেন তারা।
পরিবহণ ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে গত বৃহস্পতিবার থেকেই বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। শুক্রবার হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হন।
পরিবহণ ধর্মঘট উপেক্ষা করে আজ শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।
সিলেটের বিভিন্ন উপজেলা, পৌরসভা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। কেউ কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে যাচ্ছেন, কেউবা মিনি ট্রাকে করে মিছিলসহ যোগ দিচ্ছেন। অনেককে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলযোগেও সমাবেশে আসতে দেখা গেছে।
বিশেষ করে নগরীর প্রত্যেকটি পাড়া, মহল্লা ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল গিয়ে মিশছে আলিয়ার মাঠে। মিছিলে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানা স্লোগান দেওয়া হচ্ছে। সঙ্গে আছে সরকারের বিপক্ষে জ্বালাময়ী সব স্লোগান।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে তারা। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।