এন্টারপ্রেনার্স অ্যান্ড প্রফেশনাল মিরপুর ক্লাব লিমিটেড গত শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মিরপর ক্লাব এক্সিলেন্স এওয়ার্ড ২০২২ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট ও ভিশন ৩১’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব সুলেমান খান, আইসিটি ডিভিশন সচিব মো. শামসুল আরেফিন, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মাহবুব আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে মিরপুর ক্লাবের ভিশন ৩১ কে বিশ্ব অর্থায়ন মোকাবেলায় মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে একের পর এক উন্নয়ন দিগ দিগন্তরে ছড়িয়ে যাচ্ছেন। সেই সময়ে এক ঝাক স্কলার স্বপ্ন দ্রষ্টা পেশাজীবী উদ্যোক্তা শ্রেনী বাংলার ঐতিহ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে মেধাশূন্য হতে রক্ষা করা; দেশেই মেধাবি নিয়োগের জন্য নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। সবাই স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। মিরপুর ক্লাবের সপ্ন দ্রষ্টারা সেটি করতে চলেছে। সবাই বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত কিন্তু আমি বলব দেশে সব আছে। উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় এর পরিকল্পনা এসডিজি ও জননেত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নে সাহায্য করবে। মেধা রক্ষার জন্য উদ্দ্যোক্তা উন্নয়নের বিকল্প নেই। আমি আমার বানিজ্য মন্ত্রনালয়ের তরফ থেকে এই ভিশন ৩১ বাস্তবায়নে যা যা করা লাগে তা আমি করব। আপনাদেরকেও আহবান করব এই অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য। বিজ্ঞপ্তি