প্রতিনিধি, ময়মনসিংহ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় বসবাসরত ৮৯৯ জন শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। গতকাল সোমবার নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑমসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্যানেল মেয়র ও কাউন্সিলর, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির পিপি কবির উদ্দিন ভূইয়া, সাবেক জেলা কমান্ডার সেলিম সাজ্জাদ ও মো. আব্দুর রব, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম প্রমুখ।