Print Date & Time : 11 August 2022 Thursday 11:30 am

মুনাফা বৃদ্ধি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক
তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে গত ৯ মাসে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে।
আজ সোমবার সোমবার (২৫ অক্টোবর) বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জানা গেছে, কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।
এদিকে কোম্পানিটির শুধু তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ২৭ পয়সা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৪ পয়সায়।
শেয়ার বিজ/এসএটি