শেয়ার বিজ ডেস্ক: মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ভাণ্ডারি ফিশিং নেট কারখানা থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে রামপাল এলাকার সিদ্দিক মিয়ার কারখানা থেকে এসব জাল ও সরঞ্জাম আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিকের অনুপস্থিতিতে ফ্যাক্টরির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। খবর জাগো নিউজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল জানান, কারেন্ট জাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তৎপর। আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে অভিযান চালানো হয়। জব্দ করা জাল ও সরঞ্জামের মূল্য লক্ষাধিক টাকার বেশি।