Print Date & Time : 26 October 2021 Tuesday 12:07 am

মুন্সীগঞ্জে ২৪ ঘন্টায় নতুন ৩৩ জনসহ ৪২৮ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশ: March 26, 2020 সময়- 09:36 pm

শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ মোট ৪২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন পর্যন্ত ২০১ জন হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এসব তথ্য দিয়েছেন।
প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন।
৪২৮ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ এ পরামশৃ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।