প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ প্রেস ক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। গতকাল মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকিরকে সম্মাননা দেয়া হয়।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জাকির প্রমুখ।