Print Date & Time : 30 June 2022 Thursday 1:11 am

মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে প্রাইম ইসলামী লাইফের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। গত ২ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বাড়ছে। ওই কোম্পানির শেয়ারদর ছিল ৫৮ টাকা ৮০ পয়সা, যা গত ১৭ জানুয়ারি লেনদেন হয় ৮১ টাকা ২০ পয়সায়। এ হিসাবে ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২২ টাকা ৪০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।