শেয়ার বিজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে মেক্সিকোর রাজধানীতে সপ্তম দিনের মতো গত শনিবারও বিক্ষোভ হয়েছে। এর আগে গত শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর রয়টার্স।
দেশটির সরকার গত ১ জানুয়ারি থেকে পেট্রলের দাম ১৪ থেকে ২০ শতাংশ বাড়ায়। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে সেখানে ব্যাপক বিক্ষোভ চলছে। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ইতোমধ্যে বর্ধিত মূল্যস্ফীতির মোকাবিলা করছে, যা প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর দুশ্চিন্তার তালিকা দীর্ঘ করেছে।
জ্বালানির এ দাম বৃদ্ধি প্রেসিডেন্ট পেনা নিয়েতোর প্রশাসনের বছরব্যাপী মূল্য উদারীকরণ কর্মসূচির ধীরগতিতে বাস্তবায়ন পদক্ষেপের অংশ। কিন্তু সরকারের এ অন্যায্য দাম বৃদ্ধি জনগণকে বিক্ষোভে নামিয়েছে।
বিক্ষোভকারীরা রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থল থেকে প্রেসিডেন্সিয়াল বাসভবনে দিকে বিক্ষোভ করে যাওয়ার চেষ্টা করে। তারা ‘পেট্রলের দাম বাড়ানোকে না বলুন, পেনা বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড বহন করে।
দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধের সপ্তম দিন অতিবাহিত হলো। বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে।
এদিকে ব্যবসায়ী নেতারা জানান, বিক্ষোভ চলাকালে প্রায় এক হাজার দোকান ও কোম্পানির অফিসে লুটের ঘটনা ঘটেছে। এছাড়া লুট হওয়ার আশঙ্কায় বহু দোকানপাট বন্ধ রাখা হয়।
ইক্সমিকুইলপান শহরের কেন্দ্রস্থলে গত শুক্রবারের সহিংসতায় পাঁচ পুলিশ সদস্য ও আট বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ সময় বন্দুকযুদ্ধে কতজন আহত হয়েছেন, সে ব্যাপারে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।