প্রিন্ট করুন প্রিন্ট করুন

মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা

শেয়ার বিজ ডেস্ক: ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর: ভয়েস অব আমেরিকা।

ইইউ ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের পাচারের অভিযোগে মেটাকে রেকর্ড ১৩০ কোটি ডলার জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের তথ্য পাচার বন্ধের নির্দেশ দিয়েছে ইইউ।

আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন ইইউ অঞ্চলে মেটার  দায়িত্বে রয়েছে।

এদিকে মেটা আগে হুঁশিয়ারি করেছিল, ইউরোপে ব্যবহারকারীরা তাদের সেবা থেকে বঞ্চিত হতে পারেন। তারা আদালতকে ওই রায় তাৎক্ষণিকভাবে স্থগিত করতে বলেছে এবং আপিল করবে বলে জানিয়েছে।কোম্পানীটি আরও বলেছে, ইউরোপে অচিরে ফেসবুক বন্ধ হবে না।

মেটার একজন শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগ ও চিফ লিগাল অফিসার জেনিফার নিউস্টেড এক বিবৃতিতে বলেন, এই রায় ত্রুটিপূর্ণ, অন্যায্য এবং ইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ডেটা স্থানান্তর করা অসংখ্য কোম্পানির জন্য বিপজ্জনক উদাহারণ সৃষ্টি করেছে।

ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রিয়া জেলেনিক বলেন, ইউরোপে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী রয়েছেন। তাই ব্যক্তিগত তথ্য স্থানান্তরের পরিমাণও ব্যাপক। এই জরিমানা আইন লঙ্ঘনের সুদূরপ্রসারী পরিণতির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী সংকেত।

এদিকে ইউরোপে ব্যবহারকারীদের জন্য নিজেদের পারসোনালাইজড ও রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আনা নিয়ে কাজ করছে মেটা। নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ওপর ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিয়ন্ত্রণের প্রভাব কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।