বাণিজ্যমেলায় একটি জাপানি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। পণ্যটির নাম ‘পোকারি সোয়েট’। এটি জাপানের শীর্ষ পানীয় বলে পণ্যটির বিজ্ঞাপনে দাবি করা হয়েছে।
পোকারি ড্রিংকস একটি এনার্জি ড্রিংকস। মিনি প্যাভিলিয়নে (এফএমপি-৩) চলছে পণ্যটির ব্র্যান্ডিং। এ প্যাভিলিয়ন সাজানো হয়েছে পোকারি সোয়েটের রঙে। একই রঙের ইউনিফর্মে কাজ করছেন ব্র্যান্ডিং প্রফেশনালরা। দাম রাখা হয়েছে ১০০ টাকা।
প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা জানান, প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এনার্জি ড্রিংকস পোকারি। স্যালাইনের বিকল্প হিসেবে ক্লান্তি নিরোধক এ পানীয়। পণ্যটি বাণিজ্যমেলার মাধ্যমেই বাংলাদেশে বাজারজাতের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা শেষে দেশের বিভিন্ন সুপারশপে বিক্রির জন্য সরবরাহ করা হবে বলে জানা গেছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, ক্লান্ত মানুষের শরীরে সোডিয়াম, ক্লোরাইড, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন জৈব আয়ন প্রয়োজন। এসব জৈব আয়ন প্রয়োজনীয় অনুপাতে রয়েছে ওই পোকারি সোয়েটে। পণ্যটি দেশের বাজারে কতটা জনপ্রিয়তা পায়, তা-ই এখন দেখার বিষয়।