ক্রীড়া ডেস্ক: কাল রাতে ২০১৬ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। গত এক দশকের মতো এবারও এই পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বর্তমান সময়ের সেরা এই দুই ফুটবলারের সঙ্গে আরও রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজম্যান। তবে এই পুরস্কার জেতার আধিপত্য আর নাকি বেশিদিন ধরে রাখতে পারবেন না মেসি-রোনালদো। এমনটাই মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা।
মেসি-রোনালদোর পর ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য জøাতান ইব্রাহিমোভিচ, এডিন হ্যাজার্ড, নেইমার ও লুইস সুয়ারেজকে এগিয়ে রাখছেন পগবা। আট কোটি ৯৩ হাজার পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ফরাসি এই মিডফিল্ডার এ নিয়ে বলেছেন, ‘যখন তারা গোল করা থামাবে এবং এখন যে মানে খেলছে, তা বন্ধ করবে; অথবা অন্য খেলোয়াড় যখন তাদের মতো বা আরও ভালো খেলবে, তখনই ফিফা বর্ষসেরা পুরস্কারটি অন্য ফুটবলার পাবেন।’ মাঠ ও মাঠের বাইরে মেসি-রোনালদোর আচরণে মুগ্ধ পগবা। এ দুই ফুটবলারকে দেখলে নিজের খেলার নাকি উন্নতি হয় তার। ‘আমি বলবো, এটা ফুটবলের চেয়েও এখন বেশি কিছু। আমি তাদের খেলা দেখতে ভালোবাসি, তাদের গোল দেখতে আমার দারুণ লাগে। তাদের দেখলে আমার খেলায় আরও উন্নতি হয়।’ ১৯৯১ সাল থেকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে ফিফা। তবে ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর এক হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। কিন্তু গত বছর চুক্তি শেষ হওয়ায় আবারও ফ্রান্স ফুটবল ও ফিফা আলাদা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। গেল বছর ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।