প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ গোলাম রসুলের মা জবেদা খাতুন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। গতকাল রোববার (৯ অক্টোবর) রাতে বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
আজ সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহরের হোটেলবাজার জামে মসজিদের সম্মুখে প্রধান সড়কে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সব মতের ও দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনা করে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুস সালাম, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলার প্রায় সব ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমার বড় পুত্র মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম বসুল তার মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পরে শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়।