গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সকালে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতকাল সকাল ৯টার দিকে সোনাখালী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুজন নারী, দুজন শিশু এবং প্রাইভেটকারের চালকসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন। তারা গোলবাতাল থেকে তৃশা মিশন স্কুলে যাচ্ছিলেন।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার তাহমিনা আখতার (৩৮), তার ছেলে তালহা (১২), লাকি আক্তার (৩৫) এবং তার মেয়ে নূরজাহান (৬) ও চালক মিনহাজ উদ্দিন (৪০)।
মৈত্রী এক্সপ্রেসের সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম রফিক জানান, এ দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চল এবং ঢাকার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল শেখ জানান, দুর্ঘটনার পরপরই নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কালিয়াকৈর ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, অরক্ষিত রেলক্রসিং দিয়ে প্রাইভেটকারটি রেলসড়ক পার হচ্ছিল। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে তা আধা কিলোমিটার দূরে সোনাখালী ব্রিজের ওপর গিয়ে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে থানার এসআই দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা ঘটলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।