প্রিন্ট করুন প্রিন্ট করুন

মোংলা-খুলনা রেলপথ নির্মাণকাজ শুরু

শেয়ার বিজ ডেস্ক: বাগেরহাটের মোংলা থেকে খুলনা রেলপথ নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায়  মোংলা বন্দরের দিগরাজ এলাকায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। খবর জাগোনিউজ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব সুব্রত রায় মৈত্র, বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মজিবর রহমান, ভারতীয় রেলওয়ের উপদেষ্টা দিবাঞ্জন রায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সচিব এ কে সিনহা। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা। এটি শেষ হবে আগামী বছর।