প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় তারেক রহমান (৩৫) নামে এক ইপিজেড শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মাহমুদা আক্তার। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি নতুন হাট ডাঙ্গাপাড়া গ্রামের জমিল উদ্দিনের ছেলে। তিনি সনিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী মাহমুদা আক্তারও একই কারখানায় কর্মরত। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশা ছিল। দৃষ্টিসীমা কম থাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেলচালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক রহমান মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে। এ সময় তারেক রহমানের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।