প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাশের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে সিয়াম আহম্মেদ (২০) ও তার বন্ধু শাকিল আহ্ম্মেদ (২০)। শাকিলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনেই গাজীপুর বিজিএমইএ কলেজে পড়ত বলে স্বজনরা জানায়।
স্থানীয়রা বলছে, কুয়াশায় ভেজা বেইলি ব্রিজের পাটাতন পিচ্ছিল থাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এ ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।