প্রিন্ট করুন প্রিন্ট করুন

  মোরেলগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

 

 

শেয়ার বিজ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের মাঝি আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুর্ঘটনায় আহত ট্রলারচালক শেখ শহিদুল ইসলামকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর বিডিনিউজ।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন জানান, মা ফাতেমা নামের একটি ট্রলার মোংলার সেনাকল্যাণ সংস্থা থেকে এক হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলার দিকে যাচ্ছিল। গত বৃহস্পতিবার রাত ১টায় মোরেলগঞ্জে পৌঁছে ট্রলারটি। সেখানে অন্য একজনের জন্য আনা ৭৫ বস্তা সিমেন্ট নামিয়ে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাঁধা রশি ছিঁড়ে ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ট্রলারের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় ট্রলারটির অবস্থান নির্ণয় করা যাচ্ছে না বলে জানান তিনি। মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।