প্রিন্ট করুন প্রিন্ট করুন

মোশাররফ-মাহির ‘ফালতু’

শোবিজ ডেস্ক: বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মৌসুমী ছাড়া অন্য কোনো বড়মাপের ঢালিউড তারকার বিপরীতে দেখা যায়নি মোশাররফ করিমকে। এবার তার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত মাহি। নতুন এ ছবির নাম ‘ফালতু’। পরিচালকের আসনে থাকছেন ওয়াজেদ আলী সুমন। ‘ফালতু’ কেন? এ প্রশ্নে সিনেমাটির কাহিনিকার আবদুল্লাহ জহির বাবু বলেন, “কিছু মানুষ আছে, যাদের সমাজ ‘ফালতু’ বলে তাদের কর্মকাণ্ডের জন্য। সমাজের জন্য উপকার, অপকার কোনো কিছুই করে না তারা। এরকমই একটি ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে।”

তিনি আরও জানান, ‘ফালতু’র গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন সাইমন সাদিক। সিনেমায় দেখা যাবে, ‘পোড়ামন’ নায়ক ও মোশাররফ করিম একসঙ্গে হকারি করে জীবিকা নির্বাহ করেন।

বাবুর অন্য ছবিগুলোর বিরুদ্ধে কম-বেশি নকলের অভিযোগ থাকলেও ‘ফালতু’ নিয়ে বললেন, ‘গল্প সম্পূর্ণ মৌলিক। ছবির প্রযোজকের দেওয়া। আমি শুধু সিনেমায় রূপ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ছবিটির জন্য মাহিকে দু-তিনদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করানো হবে। আর মোশাররফ গল্প শুনে পছন্দ করেছেন। এখন তিনি স্ক্রিপ্ট পড়ে চূড়ান্ত কথা দেবেন।’

আপনি সাধারণত চলচ্চিত্রের নিয়মিত শিল্পীদের বাইরে কাউকে প্রধান চরিত্রে নিয়ে কাজ করেন না, সেক্ষেত্রে মোশাররফ করিম কি পরীক্ষামূলক? প্রশ্ন ছিল পরিচালক সুমনের কাছে। উত্তরে ‘রক্ত’ নির্মাতা বলেন, ‘না, পরীক্ষামূলক নয়। মোশাররফ করিম ওই চরিত্রটি যেভাবে ফুটিয়ে তুলতে পারবেন, আমার মনে হয় না ওইভাবে অন্য কেউ পারবেন। এছাড়া তিনি তুমুল জনপ্রিয়। মাহি-সাইমনও জনপ্রিয়। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই সব শ্রেণির দর্শকের কাছে ছবিটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।’

নির্মাতা জানান, মোশাররফ করিমের শিডিউল পাওয়া সাপেক্ষে ২০১৭ সালের মার্চে শুরু হবে ‘ফালতু’র শুটিং। মাহি ও সাইমন বর্তমানে ‘গোলাপতলীর কাজলে’র চিত্রায়নে ব্যস্ত আছেন। হাতে আছে ‘ইফতেখার’। এদিকে মোশাররফ করিম অভিনয় করছেন তৌকীর আহমেদের ‘হালদা’য়।