প্রতিনিধি, যশোর : যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় পিতা ও পুত্রসহ পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছে।
নিহতরা হলেন, হাবিবুর রহমান (৫২) ও তার সাত বছরের ছেলে তৌশিক, পার্শ্ববর্তী টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান (৬০) তৌহিদুল হোসেন (৩৫) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৫০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারি মিলে পাঁচ জনের মৃত্যু হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। চালককে পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।