প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগরে গুলি করে সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত সুব্রত উপজেলার দামুখালি এলাকার বাসিন্দা এবং পেশায় মৎস্য ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৮ টায় উপজেলার দামুখালী গ্রামের ব্রজেন মন্ডলের চায়ের দোকানে চা খেতে যায় সুব্রত মন্ডল। এসময় ওই চায়ের দোকানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৪ টি গুলি করে। সুব্রত মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সন্ত্রাসীরা দ্রুত মটর সাইকেল করে ফুলতলা উপজেলার জামিরার দিকে চলে যায়। ঘটনাস্থলেই সুব্রত মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে সুব্রত বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সুব্রতর মাথায় গুলি করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তলের ১ টি গুলির খোসা উদ্ধার করেছে। তাৎক্ষনিকভাবে হত্যার কারণ জানা জায়নি। আসামী গ্রেফতারে ব্যাপারে অভিযান অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে, চরমপন্থীরা এ ঘটনা ঘটিয়েছে।