যশোর প্রতিনিধি: যশোর শহরের দুটি জলাশয়ে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে।
শহরের পূর্ববারান্দীপাড়ার আবুল কালাম আজাদ পৌরসভার চার বিঘা ১০ কাঠার একটি এবং স্থানীয় রশিদ ও মনু মুন্সির কাছ থেকে ১০ বিঘার আরেকটি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করছেন। ২৬ ডিসেম্বর ভোরে গিয়ে দেখেন জলাশয় দুটির সব মাছ মরে গেছে। এতে তার ক্ষতি হয়েছে ১১ লাখ টাকা। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিলে বুধবার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।