প্রিন্ট করুন প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের এসভিবি কিনেছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনেছে দেশটির আর্থিক খাতের আরেক প্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড। ফার্স্ট সিটিজেনস ব্যাংক মূলত যুক্তরাষ্ট্রের ব্যর্থ ব্যাংকগুলোর অন্যতম ক্রেতা প্রতিষ্ঠান। খবর: রয়টার্স।

জানা গেছে, কয়েক দিনের আলোচনার পর অবশেষে ফার্স্ট সিটিজেনসের কাছেই এসভিবি ব্যাংক বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ফলে এখন থেকে এসভিবির আমানতকারীরা স্বয়ক্রিয়ভাবে ফার্স্ট সিটিজেনস ব্যাংকের আমানতকারী হয়ে যাবেন।

আমানত সংকটে ধসে পড়ে এসভিবি মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে গত ১০ মার্চ বন্ধ হয়ে যায়। তখন সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এর পর ব্যাংকটি বিক্রির জন্য ক্রেতা খুঁজতে থাকে সংস্থাটি। গতকাল সোমবার এফডিআইসি এক বিজ্ঞপ্তিতে সিলিকন ভ্যালি ব্যাংক বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।

বন্ধ হয়ে যাওয়ার আগে এসভিবির হাতে ১৬৭ বিলিয়ন (১৬ হাজার ৭০০ কোটি) ডলারের সম্পদ ছিল। ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ১১৯ বিলিয়ন (১১ হাজার ৯০০ কোটি) ডলারের।

বন্ধ হওয়ার পর খুব বেশি ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংকটি কিনতে রাজি হচ্ছিল না। এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড। তারা প্রথমে পুরো ব্যাংকটি কিনে নেয়ার জন্য একটি নিলাম প্রস্তাব জমা দেয়। কিন্তু সেই উদ্যোগ ফলপ্রসূ না হওয়ায় গতকাল ভাগ ভাগ করে নিলামের মাধ্যমে এসভিবি বিক্রির সিদ্ধান্ত নেয় এফডিআইসি।

এ বিষয়ে ফার্স্ট সিটিজেনস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাজারের গুজব বা অনুমান সম্পর্কে মন্তব্য করে না।

ফার্স্ট সিটিজেনসের পাশাপাশি ভ্যালি ন্যাশনাল ব্যাংকও এসভিবি বিক্রির নিলামে অংশ নেয়। সিলিকন ভ্যালি ব্যাংক কেনার ক্ষেত্রে ফার্স্ট সিটিজেনস শুরু থেকে আগ্রহী ছিল। এর পরিপ্রেক্ষিতে গত রোববার এসভিবি কেনার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এফডিআইসি ও ফার্স্ট সিটিজেনসের মধ্যে।

এফডিআইসি থেকে সিলিকন ভ্যালি ব্যাংক অধিগ্রহণ করার জন্য একটি চুক্তি করবে ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস।

ফার্স্ট সিটিজেনসের কাছে প্রায় ১০৯ বিলিয়ন (১০ হাজার ৯০০ কোটি) ডলারের সম্পদ রয়েছে। এছাড়া মোট আমানত রয়েছে ৮৯ দশমিক ৪ বিলিয়ন (আট হাজার ৯৪০ কোটি) ডলারের।

এ বিষয়ে এফডিআইসি ও ফার্স্ট সিটিজেনস কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ১২ মার্চ সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য (এসভিবি-ইউকে) শাখা মাত্র এক ব্রিটিশ পাউন্ডে (এক ডলার ২১ সেন্ট) কিনে নেয় এইচএসবিসি। যুক্তরাজ্য শাখাকে উদ্ধারের জন্য চুক্তিতে এ মূল্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। ব্রিটিশ সরকার ও এইচএসবিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাংক অব ইংল্যান্ড ও কোষাগারের তদারকিতে এ বিক্রয় সম্পন্ন হয়েছে। এসভিবির বিপর্যয়ে ব্রিটেনের প্রযুক্তিসহ কয়েকটি খাতের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসভিবি’র পতনের পর যুক্তরাষ্ট্রে নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকিতে থাকা ছোট অন্য ব্যাংকগুলো থেকেও আমানত সরিয়ে নিচ্ছেন গ্রাহকেরা। ফলে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলোয় আমানত রেকর্ড পরিমাণে কমেছে। বিপরীতে আমানত বাড়ছে বড় ব্যাংকগুলোয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড গত শুক্রবার তাদের সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফেডারেল রিজার্ভের প্রতিবেদন অনুসারে, ১৫ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশটির ছোট ব্যাংকগুলোর আমানত ১১৯ বিলিয়ন (১১ হাজার ৯০০ কোটি) ডলার কমে ৫ দশমিক ৪৬ ট্রিলিয়ন (পাঁচ লাখ ৪৬ হাজার কোটি) ডলার হয়েছে।