প্রিন্ট করুন প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক রক্ষায় ৩০ বিলিয়ন ডলার ঋণ

শেয়ার বিজ ডেস্ক: ফার্স্ট রিপাবলিক ব্যাংক রক্ষায় ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলার ঋণ নিয়েছে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো। গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেডের কাছ থেকে এ বিপুল অর্থ ডলার ধার করা হয়েছে। খবর: রয়টার্স।

এ অর্থের প্রায় অর্ধেক পেয়েছে দুটো হোল্ডিং কোম্পানি, যাদের মালিকানাধীন দুই ব্যাংক মার্কিন কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে বন্ধ ঘোষণা করেছে। ফেডের তথ্য অনুযায়ী, সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংকের দুই হোল্ডিং কোম্পানি সব মিলিয়ে ১ হাজার ৩০০ কোটি ডলার ধার করেছে।

দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোসহ হোয়াইট হাউস এখন অন্যান্য ব্যাংকের ওপর নজর রাখা শুরু করেছে। এর মধ্যে বর্তমানে ছোট আকারের ফার্স্ট রিপাবলিক ব্যাংকে নজরদারি শুরু করেছে হোয়াইট হাউস।

এ দুটি ব্যাংকের ধসের ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক বাজারে আতঙ্ক ছড়িয়েছে। এর জেরে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নিয়েছে। তবে ৩ হাজার কোটি ডলারের বাকি অর্থ আর কোন কোন ব্যাংক ধার করেছে, কিংবা কতগুলো ব্যাংক অর্থ ধার করেছে, সে ব্যাপারে ফেড কিছু জানায়নি।

ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, ব্যাংক দুটিতে ধস নামার পর অনেক ছোট ব্যাংক থেকে বড় ব্যাংকে আমানত চলে গেছে। ফেডের বিশেষ ঋণ সুবিধা ডিসকাউন্ট উইন্ডো থেকে গত সপ্তাহে অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি ডলার ব্যাংকগুলো ধার করেছে। এর বাইরে আরও এক হাজার ১১৯ কোটি ডলার ধার দেয়া হয়েছে গত রোববার চালু করা আরেকটি ঋণ কর্মসূচির আওতায়। ব্যাংকগুলো এখান থেকে ঋণ নিয়ে তাদের অর্থের প্রবাহ বাড়াতে এবং আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারে।

যুক্তরাষ্ট্রের দুই ব্যাংকের দায়িত্ব নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। তাদের হোল্ডিং কোম্পানিরা যে অর্থ ধার করেছে, তা ব্যবহার করা হয়েছে বিমাবিহীন আমানতকারীদের টাকা ফেরত দিতে। ব্যাংকগুলোর হাতে থাকা বন্ড এ ক্ষেত্রে জামানত হিসেবে রাখা হয়েছে।

এক বিবৃতিতে ফেড জানিয়েছে, এফডিআইসি নিশ্চয়তা দিয়েছে যে, ঋণের অর্থ ফেরত দেয়া হবে। ব্যাংক দুটিতে ধস নামার পর ফেড কী পরিমাণ সহায়তা দিয়েছে, অর্থ ধার করার এ তথ্য প্রকাশের পর সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। এসভিবি ও সিগনেচার ব্যাংক ব্যর্থ হওয়ার পর উদ্বিগ্ন আমানতকারীরা বিভিন্ন ব্যাংকে থাকা তাদের হিসাব থেকে অর্থ তুলে নেয়া শুরু করেন। কেন্দ্রীয় ব্যাংকের ধার করা অর্থের একটি অংশ সম্ভবত আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যবহার করা হচ্ছে।

জেপিমরগান চেজ ব্যাংক জানিয়েছে, ১ বছর আগে আর্থিক সংকটের সময় যে পরিমাণ অর্থসহায়তা ফেড দিয়েছিল, এরই মধ্যে তার প্রায় অর্ধেক পরিমাণ সহায়তা তারা দিয়ে ফেলেছে। বাজারে মাঝারি ব্যাংকগুলো নিয়ে আতঙ্ক সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন জেপি মরগান ও সিটির মতো বড় ব্যাংকগুলোর আমানত সরিয়ে নিচ্ছেন।

এসভিবি ও সিগনেচার ব্যাংকের ধস নামার একটি প্রধান কারণ মোকাবিলা করতেও ফেড জরুরি ভিত্তিতে অর্থ ধার দিয়েছে। ব্যাংক দুটি মোটামুটি নিরাপদ হিসেবে বিবেচিত ট্রেজারি এবং অন্যান্য বন্ডে বিনিয়োগ করেছিল, যেখানে সুদ ছিল খুব কম। এক বছর ধরে ফেড নীতি সুদহার বাড়িয়েছে, ফলে দীর্ঘমেয়াদি ট্রেজারি এবং অন্যান্য বন্ডে আয় বেড়েছে। কিন্তু এতে কম আয় করে এমন বন্ডের দাম কমেছে। আর ব্যাংকগুলোর হাতে এমন বন্ডই ছিল। ফলে ব্যাংকগুলো এমন সময়ে ট্রেজারি বন্ড বিক্রি করে প্রয়োজনীয় অর্থ তুলতে পারেনি, যখন আমানতকারীরা ব্যাংকগুলো থেকে টাকা তোলার চেষ্টা করছিল। ব্যাংক থেকে টাকা তোলার হিড়িকের সম্বন্ধে যেসব গল্প শোনা যায়, এ ঘটনা ছিল অনেকটা তার মতোই।