Print Date & Time : 23 June 2021 Wednesday 5:02 pm

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৮

প্রকাশ: April 17, 2021 সময়- 12:51 am

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর হামলার ঘটনা বেড়েই চলছে। এতে হতাহত হচ্ছেন বহু মানুষ। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। খবর: বিবিসি, সিএনএন।

গতকাল শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কোনো হুমকি নেই। হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়।

কুক জানান, স্থানীয় সময় রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন। জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী জানান, আমি এক ব্যক্তিকে এক ধরনের সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।

এক বিবৃতিতে ফেড-এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুক হামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে।

সংস্থাটি বলেছে, নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভুক্তভোগী সবার জন্য আমাদের চিন্তা রয়েছে।

গত সপ্তাহে এক অজ্ঞাত হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকধারী হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করেন। গত বছরই দেশটিতে এ ধরনের ৬১০টি হামলার ঘটনা ঘটেছে।