প্রিন্ট করুন প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে মেটার সাবস্ক্রিপশন পরিষেবা চালু

শেয়ার বিজ ডেস্ক: ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে। অর্থাৎ এখন থেকে এ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য অর্থ দিতে হবে। খবর: সিএনএন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত শুক্রবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘোষণা দেন।

মেটা বলছে, সংস্থার সর্বশেষ বৈশিষ্ট্যতে নতুন সিদ্ধান্তটি যুক্ত হবে। এতে ব্যবহারকারীরা সরাসরি তাদের অনুসারীদের কাছে পৌঁছাতে পারবেন।

তবে বর্তমানে ব্যক্তিগত অ্যাকাউন্টধারীরা মেটা ভেরিফিকেশন পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রতি মাসে একজন গ্রাহককে ১৪ দশমিক ৯৯ ডলার গুনতে হবে। ওয়েবে কেনা হলে প্রতি মাসে খরচ পড়বে ১১ দশমিক ৯৯ ডলার। মেটার তরফ থেকে আরও জানানো হয়েছে, ইন্সটাগ্রামে যাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না।

জাকারবার্গ বলেন, মেটা ভেরিফাইড আজ (শুক্রবার) থেকে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। এ ব্যাজটি অ্যাকাউন্টের নিরাপত্তা ও গ্রাহক সহায়তায় সরাসরি অ্যাকসেস পেতে সাহায্য করবে।

মূলত ভুয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের নিরাপদ রাখতে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন এ সেবা পাওয়ার জন্য একজন ব্যবহারীকের প্রাপ্তবয়স্ক (বয়স ১৮ বছরের বেশি) হতে হবে।

এর মধ্য দিয়ে ডিসকর্ড, রেডিট ও ইউটিউবের মতো মেটাও সাবস্ক্রিপশন সেবা চালু করল।

এর আগে গত বছরের ডিসেম্বরে এ ধরনের পরিষেবা চালু করে টুইটার। নির্দিষ্ট অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারকারীরা ‘ব্লু ব্যাজ’ ধারণ করতে পারবেন। টুইটারে এ সেবা নিতে একজন ব্যবহারকারীকে মাসে ১১ ডলার খরচ করতে হয়। টুইটারের মালিক ইলন মাস্ক ৪৪ বিলিয়ন (৪৪ হাজার কোটি) ডলার দিয়ে সামাজিক মাধ্যমটি কেনার পর এ ঘোষণা দেন।

মেটা জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা এ পরিষেবাটি নিতে পারবেন। গত মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ সেবা চালু করা হয়।

অন্যান্য অঞ্চলে যখন পরিষেবাটি চালু হবে, নোটিফিকেশনের মাধ্যমে তখন তা ব্যবহারকারীরা জানতে পারবেন।