নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একটি ফ্লাইটে গতকাল শুক্রবার ভোর ৪টায় তিনি ঢাকা ছেড়েছেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা আগামী ১৩ অক্টোবর শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি চলমান।
অর্থ উপদেষ্টার নেতৃত্বে ১২ সদস্যের যুক্তরাষ্ট্র সফরকারী দলে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী প্রমুখ।
সম্মেলনে যাওয়ার বিষয়ে গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের ঋণের পাইপলাইনে আরও কিছু অর্থ আছে। এগুলো নিয়ে কথা হবে। ভবিষ্যতে আমাদের কী পরিকল্পনা আছে, তা নিয়ে আলোচনা হবে। তবে এবার নতুন তেমন কিছু নিয়ে আলোচনা হওয়ার সুযোগ কম, কারণ আইএমএফের সঙ্গে বড় কোনো কর্মসূচি নেয়ার প্রয়োজন মনে করলে পরবর্তী নির্বাচিত সরকার নেবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের বার্ষিক সভার পাশাপাশি ভি-২০ খ্যাত ভালনারেবল টোয়েন্টি ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং ওপেক ফান্ডের প্রতিনিধির সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকসহ (এআইআইবি) অন্যান্য দাতাসংস্থার প্রতিনিধির সঙ্গেও সাইড লাইনে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা। আগামী ২৪ অক্টোবর অর্থ উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post