Print Date & Time : 27 October 2020 Tuesday 8:50 pm

যুবদের ব্যবসা উদ্যোগ বাড়াতে ১০০ কোটি টাকা

প্রকাশ: June 13, 2019 সময়- 07:23 pm

তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও উৎপাদনমুখী করতে পদক্ষেপ নিয়েছে সরকার। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুবকদের মধ্যে ‘ব্যবসা উদ্যোগ’ সৃষ্টির জন্য ১০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়।

বাজেটে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো রুমের ওপর মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।এ ছাড়া বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।