প্রিন্ট করুন প্রিন্ট করুন

রংপুরে থার্টিফার্স্ট উদ্যাপনে বাড়তি নিরাপত্তা

রংপুর প্রতিনিধি: রংপুরে থার্টিফার্স্ট উদ্যাপনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে নগরীতে চেকপোস্ট, টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। রংপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশের অনুমতি ছাড়া কনসার্ট, পিকনিক পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশি রাতে নগরীর বিভিন্ন এলাকায় জটলা করতে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

প্রতিবছর নগরীতে থার্টিফার্স্ট উদ্যাপনে বিভিন্ন পাড়া-মহল্লায় কনসার্ট ও এলাকাভিত্তিক পিকনিক পার্টির আয়োজন করা হয়। এছাড়া টাউন হলে চলে সংগীতানুষ্ঠান ও আড্ডা। তবে এবারের অনুষ্ঠানে কিছুটা শিথিলতা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া প্রতিবছর নগরীর পায়রা চত্বরে রামবার আয়োজিত কনসার্ট অনুষ্ঠিত হলেও এবার কনসার্ট করা হবে না বলে জানিয়েছেন আয়োজকরা। রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রংপুরে কেউ অনুষ্ঠান করতে চাইলে পুলিশের অনুমতি লাগবে।