নিজস্ব প্রতিবেদক: জাতীয় রফতানি আয়ে অসামান্য অবদানের জন্য টানা তৃতীয়বারের মতো ২০১৩-১৪ অর্থবছরেও স্বর্ণপদক (রফতানি ট্রফি) অর্জন করেছে শাশা ডেনিমস্ লিমিটেড।
ডেনিম শিল্পের প্রথম সারির এই কোম্পানিটি এর আগের দুই অর্থবছরেও রফতানিতে স্বর্ণপদক পেয়েছিল। গতকাল (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামস্ মাহমুদের হাতে রফতানি ট্রফি তুলে দেন।
ডিএসই ও কোম্পানি সূত্রে জানা গেছে, শতভাগ রফতানিমুখী ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৬ সালে পথচলা শুরু করে শাশা ডেনিমস্। প্রতিষ্ঠার প্রায় চার বছর পর ২০০০ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর থেকে দেশের অন্যতম প্রধান ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে শাশা ডেনিমস্ লিমিটেড সুনাম অর্জন করে। দক্ষ শ্রমশক্তি ও অত্যাধুনিক মানের যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন ক্ষমতার সর্বোত্তম ব্যবহার এবং সময়োপযোগী পরিকল্পনার কারণে স্বল্প সময়েই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে কোম্পানিটি। ঢাকা রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) শাশা ডেনিমসের নিজস্ব কারখানায় উৎপাদিত ডেনিম কাপড় দেশের প্রথম সারির গার্মেন্ট কারখানাগুলোতে প্রক্রিয়াজাত হয়ে তৈরি পোশাক হিসেবে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় রফতানি হচ্ছে। এভাবেই প্রতিষ্ঠানটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিশেষ অবদান রাখার পাশাপাশি ডেনিম খাতেরও পথপ্রদর্শক হয়ে উঠেছে।
শাশা ডেনিমসের পরিচালক (অর্থ) আহসানুল হক শেয়ার বিজকে বলেন, ‘আমদানি করা উন্নতমানের সুতা, অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ শ্রমশক্তি, সময়োপযোগী পরিকল্পনা ও কোম্পানির সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শাশা ডেনিমস্ এগিয়ে যাচ্ছে। জাতীয় রফতানিতে পরপর তিনবার স্বর্ণপদক অর্জন আমাদের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
প্রাপ্ত তথ্যমতে, শাশা ডেনিমস্ লিমিটেডের বার্ষিক ডেনিম কাপড় উৎপাদন ক্ষমতা প্রায় ২ কোটি ১৬ লাখ গজ।
পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে উত্তোলিত অর্থে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। সম্প্রসারণ প্রক্রিয়া শেষ হলে এর উৎপাদন ক্ষমতা আরও বাড়বে। এদিকে ২০১২ সালে মোট ২৮০ কোটি টাকার পণ্য রফতানি করেছিল শাশা ডেনিমস্ লিমিটেড, যা ২০১৫ সালে ৪০৭ কোটি টাকা ছাড়িয়েছে। কোম্পানির রফতানি আয় প্রতিবছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে।
প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের মান ধরে রাখতে তুরস্ক, পাকিস্তান ও ভারতের সর্বোৎকৃষ্ট সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে উন্নতমানের সুতা আমদানি করে। কোম্পানিটি সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও আমেরিকা থেকে সমন্বিত ও সর্বাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি আমদানি করেছে।
এছাড়া ‘শাশা ডায়িং টেকনোলজি’ ও প্রশিক্ষিত-দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানসম্পন্ন ইনডিগো ডেনিম কাপড় উৎপাদন করছে। কোম্পানিতে বর্তমানে পৌনে সাতশ শ্রমিক ও দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত।
উল্লেখ্য, ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরেও রফতানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছিল শাশা ডেনিমস্ লিমিটেড। ২০১৬ সালের ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই স্বর্ণপদক হস্তান্তর করেছিলেন।