প্রিন্ট করুন প্রিন্ট করুন

রবির সঙ্গে বিবিএস ক্যাবলসের কর্পোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক: রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট সংযোগ উপভোগ করতে কর্পোরেট চুক্তি সই করেছে বিবিএস ক্যাবলস।

চুক্তির আওতায় রবির বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), আইসিটি সল্যুশন, ডিজিটাল সার্ভিসেস, ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস সেবা নেবে বিবিএস ক্যাবলস। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে বিবিএস।

সম্প্রতি রাজধানীতে বিবিএসের কর্পোরেট কার্যালয়ে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং বিবিএস ক্যাবলসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বদরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান আবু নোমান হাওলাদার, এইচআর অ্যান্ড অ্যাডমিনের ডিজিএম গাজী সাব্বির হাসান, ব্র্যান্ড ম্যানেজার রবিউল কামাল এবং রবির ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, লিড ম্যানেজার সাউথ সুমন কুমার বিশ্বাস এবং কী অ্যাকাউন্ট ম্যানেজার নাজমুশ শাহাদাত মুনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।