শরিফুল ইসলাম পলাশ: অবশেষে পাঁচ মেগাহার্টজ টুজি বেতার তরঙ্গ ফেরত দিচ্ছে রবি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে রবি। তরঙ্গ ছেড়ে দিলেও সবচেয়ে বেশি বেতার তরঙ্গ বর্তমানে গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির হাতেই থাকছে। অন্যদিকে নীতিমালা সংশোধনের পরই নতুন করে তরঙ্গ নিলাম করবে বিটিআরসি।
প্রাপ্ত তথ্যমতে, টেলিকম খাতে প্রথম রবি-এয়ারটেল একীভূত প্রক্রিয়ার পর সবচেয়ে বেশি টু ও থ্রিজি বেতার তরঙ্গ এখন রবির হাতে। রবির আগের ১৯ দশমিক ৮০ মেগাহার্টজের সঙ্গে এয়ারটেলের ২০ মেগাহার্টজ যোগ হয়ে নতুন রবির মোট বেতার তরঙ্গ ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজে দাঁড়ায়। সবচেয়ে বেশি বেতার তরঙ্গ গ্রাহকসংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রবির হাতে চলে যাওয়ায় ভারসাম্যতার আশঙ্কা তৈরি হয়। তাই রবিকে পাঁচ মেগাহার্টজ টুজি বেতার তরঙ্গ ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিটিআরসি। ফলে এয়ারটেলের পাঁচ মেগাহার্টজ টুজি বেতার তরঙ্গ ফেরত দিচ্ছে। তারপরও টু ও থ্রিজি মিলিয়ে ৩৪ দশমিক ৮০ মেগাহার্টজ বেতার তরঙ্গ নিয়ে সক্ষমতার দিক থেকে রবিই শীর্ষে থাকছে।
রবির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, ‘শুরুতে পাঁচ মেগাহার্টজ তরঙ্গ ফেরতের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না। পরবর্তী সময়ে বিটিআরসি পাঁচ মেগাহার্টজ টুজি বেতার তরঙ্গ ফেরতের নির্দেশনা দিয়েছে। এ কারণে বেতার তরঙ্গ ফেরত দিচ্ছে রবি।’ তবে কোম্পানিটির দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
তথ্যানুযায়ী, বেতার তরঙ্গের দিক থেকে রবির পরের অবস্থানে থাকছে টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন। বর্তমানে গ্রামীণফোনের হাতে ৩২ মেগাহার্টজ বেতার তরঙ্গ রয়েছে। ২৫ দশমিক ২০ মেগাহার্টজ বেতার তরঙ্গের কল্যাণে বহুজাতিকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া রাষ্ট্রীয় টেলিটক বেতার তরঙ্গের দিক থেকে তৃতীয় অবস্থান আছে। আর টেলিকম খাত নিয়ন্ত্রণকারী বেসরকারি তিন কোম্পানির মধ্যে সবচেয়ে কম বেতার তরঙ্গ (২০ মেগাহার্টজ) বাংলালিংকের হাতে। বায়োমেট্রিক নিবন্ধন ও রবি-এয়ারটেল একীভূতকরণের পর গ্রাহকসংখ্যা বিবেচনায় এক ধাপ পিছিয়েছে বাংলালিংক। অন্যদিকে প্রযুক্তিগত দুর্বলতায় পিছিয়ে থাকা সিটিসেলের হাতে ১০ মেগাহার্টজ বেতার তরঙ্গ বরাদ্দ রয়েছে।
বিটিআরসির মুখপাত্র ও সচিব সারওয়ার আলম শেয়ার বিজকে বলেন, ‘একীভূতকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর রবি পাঁচ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দিচ্ছে। তাই বেতার তরঙ্গ নিয়ে কোনো ভারসাম্যহীনতা নেই। তারপরও নতুন করে বেতার তরঙ্গ নিলামের জন্য বিদ্যমান নীতিমালা সংশোধন করা হচ্ছে। নীতিমালা সংশোধনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’