প্রিন্ট করুন প্রিন্ট করুন

রাইট প্রস্তাবে পরিবর্তন এনেছে সাইফ পাওয়ারটেক

 

নিজস্ব প্রতিবেদক: রাইট প্রস্তাবে পরিবর্তন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক। পাঁচ টাকা প্রিমিয়াম কমিয়ে একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এই পরিবর্তনের ফলে এখন ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ছাড়বে কোম্পানিটি।

গতকাল রোববার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এই এজিএম অনুষ্ঠিত হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন করে আবেদন করবে কোম্পানিটি। বিএসইসির অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এর আগে গত ২৯ মে একটি শেয়ারের বিপরীতে দুটি শেয়ার রাইট ছাড়ার ঘোষণা দেয় সেবা ও আবাসন খাতের এ কোম্পানি। তাতে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় রাইট ছাড়ার সিদ্ধান্ত হয়।

এর জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয় গত ১৭ জুলাই। তবে ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পায়নি কোম্পানিটি। পরে রাইট প্রস্তাবে এই পরিবর্তন আনলো প্রতিষ্ঠানটি।

এজিএমে আগামী বছর মার্চের শেষদিকে সাইফ পাওয়ারটেকের ব্যাটারি প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানান কোম্পানির চেয়ারম্যান তরফদার নিগার সুলতানা।

তিনি বলেন, আগামী বছর মার্চের শেষে আমাদের ব্যাটারি প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। দেশের পাওয়ার খাতের উন্নতির জন্য অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেসব প্রকল্পে সাইফ পাওয়ার কাজ করবে।

এজিএমে কোম্পানি সচিব এফএম সালেহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনসহ কোম্পানির পরিচালকরা।