প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে বাবুল মিয়া (৪৫) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে গুলশাখালী ইউনিয়নের রাজাপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃতদেহটি ৯ নং ওয়ার্ডের মৃত তৈয়ব আলী ছেলে মোঃ বাবুল মিয়া’র। তার দুই সন্তান রয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুরা কাকপাড়িয়া টু তেমাথা রাস্তা এলাকায় একজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় মাথার পিছনে আঘাতদের চিহ্ন থেকে অনবরত রক্ত বাহির হচ্ছে বলে স্থানীয়রা জানান।
জানতে চাইলে গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। তবে বাবুলকে কে বা কারা আঘাত করেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখনো কাউক আটক করা হয়নি। প্রাথমিকভাবে তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।