প্রিন্ট করুন প্রিন্ট করুন

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে সুখেন চাকমা (২০) নামে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসময় মঙ্গল চাকমা (২০) নামে আরও একজন আহত হয়। আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে সাজেক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুখেন চাকমা ও সজীব চাকমা মোটর সাইকেল করে বাড়ি থেকে দাড়িপাড়ার দিকে রওনা দেন। মাঝপথে সন্ত্রাসীদের একটি দল তাদের উপর এলোপাতাড়ি গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে দু’জনেই মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে সুখেন চাকমা’র মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত সজীব চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে সাজেক থানা ওসি নুরুল আলম বলেন, আহত ও নিহত দু’জনই মোটর সাইকেল চালক। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

উক্ত ঘটনার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ি করছেন জেএসএস। বাঘাইছড়ির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, ইউপিডিএফ কমান্ডার আপন চাকমার নেতৃত্বে বিনা উস্কানিতে নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক অঞ্চলের সমন্নয়ক আর্জেন্ট চাকমা জানান, এই ঘটনার সাথে তাদের দলের কোন সম্পর্ক নেই বলে এবং এই এলাকায় ইউপিডিএফের কোন কর্মকান্ড নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং মরদেহ উদ্ধার সহ আইনি ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করছি। দুর্গম এলাকা হওয়ায় সময় বেশি লাগতেছে।