প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নার চুলা থেকে ঘরে আগুন লেগে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরেকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। খোকন বসাক দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে বসত ঘরে আগুন লাগে। হঠাৎ লাগা আগুনে পুড়ে অঙ্গার হয়েছে পরিবারের পাঁচজন। তারা সবাই ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নিয়ে গেছে। এ ছাড়া দগ্ধ অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।