প্রিন্ট করুন প্রিন্ট করুন

রাজবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বানিবহ আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার ও আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইউনুস আলী মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু প্রমুখ।