শেয়ার বিজ প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীর বাজারগুলোতে কাঁচামরিচের দাম কেজিপ্রতি বেড়েছে ৬০ টাকা। অন্যান্য সবজি ও পেঁয়াজের দামের তুলনায় অতি প্রয়োজনীয় মরিচের দাম প্রতিদিন লাগামহীনভাবে বাড়ছে। দাম বেড়ে চললেও বাজার মনিটরিংয়ে কোনো কার্যকর ভ‚মিকা নেই। ফলে ব্যবসায়ীরা সামান্য অজুহাতেই সবজির দাম বাড়িয়ে চলেছেন। বাজারের প্রতিটি সবজির দাম বেড়েছে কয়েক গুণ। কোনো কোনো সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
গত সপ্তাহে রাজশাহীর বাজারগুলোয় কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। এর পর থেকে লাগামহীনভাবে বাড়তে শুরু করে মরিচের দাম। সর্বশেষ ১৪০ টাকা কেজি করে গত শনিবারও রাজশাহী মহানগরীর বাজারগুলোয় কাঁচামরিচ বিক্রি হয়েছে। অথচ গত রোববার বাজারে হঠাৎ করেই মরিচের দাম কেজিপ্রতি বেড়ে যায় ৬০ টাকা। ফলে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সবজির দাম যে হারে বেড়ে চলেছে সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না। শুরুর দিক থেকেই ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে ব্যবসায়ীরা ইচ্ছা করেই দাম বাড়িয়ে দিয়েছেন কাঁচামরিচের।
ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা জানান, ইচ্ছা করেই সবজিসহ মরিচের দাম বাড়ানো হয়নি। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া এখন কাঁচামরিচের সংকট রয়েছে।