প্রতিনিধি, রাজশাহী: সারা দেশের মতো রাজশাহীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে সিটি বাইপাস মোড়ে র্যালি শেষে সিভিল সার্জন অফিসে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এডিএম আবু আসলাম, জেলা পুলিশের মুখপাত্র ইফতেখার আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল হক, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মো. শামসুজ্জামান, বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. নজরুল ইসলাম। সভায় মুক্ত আলোচনায় বক্তরা বলেন, প্রান্তিক পর্যায়ে এইচআইভির প্রচারণ চালাতে হবে। ভ্রাম্যমাণ যৌনকর্মী, গ্রাম পর্যায়ের হাট-বাজার এলাকায় এইচআইভির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে।
