রাজশাহী প্রতিনিধি: ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ’এ লক্ষ্য সামনে রেখে রাজশাহী কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার আবদুল হান্নান বলেন, ডিজিটাল মেলা শিক্ষার্থীদের কৌতূহল নিবৃত্ত করতে পারবে। ডিজিটাল মেলা আজকের প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে সহায়ক হবে। বাংলাদেশকে ডিজিটাইজেশন করতে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ সালকে ত্বরান্বিত করতে এ মেলা অগ্রণী ভূমিকা পালন করছে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ মেলায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ বেলা ২টায় তথ্যপ্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে তিনটি ভাগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
এছাড়াও কুইজ শেষে বেলা ৩টায় আউটসোর্সিং বিষয়ে সেমিনার আয়োজন করা হবে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আলী হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।