প্রতিনিধি,রাবি: ৩০ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনীতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হৈ-হুল্লোড় আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পুরোনো স্মৃতি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায় শিক্ষার্থীদের। ‘লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর (রুপার) আয়োজনে এ পুনর্মিলনীতে অংশ নিতে পাড়ি জমিয়েছে বিভাগের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। গতকাল শনিবার বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
রুপার সভাপতি ও বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল মোমেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পুনর্মিলনীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও লোকপ্রশাসন বিভাগের ভেতর ও বাইরে ব্যানার, ফেস্টুন ও বর্ণিল আলোকসাজে সজ্জিত করা হয়েছে। তাত্ত্বিক পঠনপাঠনকে শিক্ষা উপকরণের মধ্য দিয়ে বাস্তবে রূপ দিয়ে বিভাগকে সজ্জিত করা হয়েছে।
পরে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র?্যালি বের হয়। র?্যালিটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, রবীন্দ্র ভবন, প্যারিস রোড, প্রশাসন ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মিলিত হন তারা। এরপরে শুরু হয় আলোচনা সভা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষা ব্যবস্থার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে বিভাগে অনুষ্ঠিত রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে আমরা একটি অ্যালামনাই কমিটি গঠন করি। বর্তমানে এ সংগঠনের নিবন্ধিত সদস্যসংখ্যা প্রায় চার শতাধিক। নিবন্ধিত সদস্যদের কাছ থেকে প্রাপ্ত ফি বাবত ১০ লাখ টাকা আমরা ব্যংকে রেখেছি, যা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে বিভাগের অধ্যয়নরত অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা হবে। সাবেক ও বর্তমান সবাইকে অ্যালামনাইয়ে পেয়ে আমার কাছেও খুব ভালো লাগছে।